যে কারণে মই দিয়ে উঠানামা করছেন আ.লীগ নেতা


প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৮ আগস্ট ২০১৫

ঠাকুরগাঁওয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ির সকল প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে তার স্বজনরা। নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এদিকে বাড়ির প্রবেশ পথ বন্ধ থাকায় গত কয়েকদিন ধরে ওই পরিবারের সদস্যরা বাসা থেকে বের হতে পারছে না। বিকল্প পথ হিসেবে বাড়ির পিছনের দিকে রাখা একটি মই দিয়ে উঠানামা করছেন সুলতান আহমেদ ও তার পরিবারের সদস্যরা।

এ অসুবিধায় বাজার না করতে পারায় পরিবারটির দিন কাটছে অনাহারে অর্ধাহারে। বন্ধ হয়ে পড়েছে পরিবারের এক সদস্যের কলেজ যাওয়া। ঘটনাটি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার। ঘটনার শিকার সুলতান আহমেদ আবুল ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে সুলতান আহমেদ আবুলের সঙ্গে তার ছোট ভাই জহিরুল ইসলাম, আওয়াল ও বড় বোন ফরিদা ইয়াসমিনের বিরোধ চলে আসছিল। বড় বোন ফরিদা ইতোমধ্যে তার ভাগের জমি ছোট ভাই জহিরুল ও আওয়ালের কাছে প্রবেশের রাস্তাসহ বিক্রি করে দিয়েছে। এর ফলে ছোট ভাই সুলতান আহমেদ আবুলের বাড়ি প্রবেশ পথ বন্ধ করে তার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই কারণে গত পাঁচ দিন ধরে ওই পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছেনা। বিকল্প পথ হিসেবে বাড়ির পেছন থেকে একটি মই দিয়ে সুলতান আহমেদ উঠানামা করছেন।

সুলতান আহমেদ আবুল জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছোট ভাইয়েরা বাড়ি পথ অবরুদ্ধ করে রেখেছে। তাই আমার পরিবারের লোকজন গত কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হতে পারছেন না। বিষয়টি ঠাকুরগাঁও থানায় অবহিত করা হলেও এখন পর্যন্ত প্রবেশ পথ খেলার ব্যবস্থা করা হয়নি।



অভিযুক্ত ছোট ভাই জহিরুল ও আওয়াল জানান, আমার বড় ভাই পৈত্রিক জমি বেশি করে দখল করেছে। আমাদের বড় বোন ওই রাস্তাসহ আমাদের নামে লেখে দিয়েছে। তাই আমরা প্রবেশ পথ বন্ধ করে দিয়েছি।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মেহেদী হাসান জানান, বিষয়টি শুনে ওই ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বসে বিষয়টি মীমাংসা করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান জানান, দুই পক্ষকে নিয়ে বসে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল এহসান রিপন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।