ফেসবুকে উসকানি : সিরাজগঞ্জে আইনজীবী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৮ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার দেয়ার অভিযোগে সিরাজগঞ্জে এক আইনজীবীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার মধ্যরাতে শহরের মাহমুদপুর মহল্লার ওপেন গার্ডেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সপার আবু ইউসুফ।

গ্রেফতার সাখাওয়াত হোসেন শাকিল মৃত আব্দুল কুদ্দুস সরকারের ছেলে। তিনি সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সদস্য।

মঙ্গলবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আইনজীবী সাখাওয়াত হোসেন পোস্ট দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় আইসিটি আইনে মামলা করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।