গাছ চুরির মামলায় পৌর কাউন্সিলার গ্রেফতার


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৮ আগস্ট ২০১৫

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ চুরির মামলায় পৌর কাউন্সিলার মো. মোতাহার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, কাউন্সিলার মোতাহার হোসেনকে আটক ও তার নিঃশর্ত মুক্ত চেয়ে শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ করেছেন চকসাহাবাজার পুরবাসী। এ সময়ে পৌর মেয়র মরতুজা সরকার মানিক পৌর কাউন্সিলার মোতাহার হোসেনকে আইনি প্রক্রিয়া মাধ্যমে মুক্ত করার আশ্বাস দিলে এলাকাবাসী বিক্ষোভ তুলে নেন।

পৌর মেয়র মরতুজা সরকার বলেন, পৌর কাউন্সিলার মোতাহার হোসেনকে আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করেছে পুলিশ। আর তাকে আইনের মাধ্যমে মুক্ত করার হবে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, পৌর এলাকায় বারকোনা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মকলেছুর রহমান বাদী হয়ে গাছ চুরি অভিযোগে পৌর কাউন্সিলার মোতাহারসহ ১২ জনকে আসামি একটি মামলা করেন। গত বৃহস্পতিবার এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার বাদী মকলেছুর রহমান জানান, বারকোনা মৌজার পাড়ভাঙ্গা পুকুর পাড়ে পাঁচটি গাছ কাটায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলাম। এরপর আর কিছু জানা নেই বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।