রাজনীতিকে অশান্ত করতে একের পর এক ব্লগার হত্যা


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৮ আগস্ট ২০১৫

দেশের রাজনীতিকে অশান্ত করার জন্যই একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, `যারা ধর্মের নামে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা ধর্মের অনুসারী নন, বরং তারা ধর্মের বিপথগামী।’

শনিবার সকালে মাদারীপুরে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নৌমন্ত্রী বলেন, ধর্মের নামে যারা ব্লগার হত্য করা কোনো আদর্শ হতে পারে না। যারা মানুষ খুন করেন তারা কি দিয়ে প্রমাণ করবেন এই হত্যাকাণ্ড জায়েজ। এ ধরনের ব্লগার হত্যা সত্যিই দুঃখজনক।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইদুর বাশার টফির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আসাদ্দুজামান দুর্জয়, সাবেক পৌর মেয়র নুরুল আল বাবু চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

পরে নৌমন্ত্রী শাজাহান খান সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন।

এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।