শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৮ আগস্ট ২০১৫

নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে আবারো রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত থেকে এ ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ, স্প্রিডবোট ও ইঞ্জিলচালিত নৌকা, ফ্ল্যাট, মাঝারি ও কে- টাইপ ফেরি চলাচল করছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসির মাওয়াস্থ সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান ও শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) শেখর চন্দ্র রায় জানান, শিমুলিয়া ঘাট থেকে লৌহজং চ্যানেলের টানিং পয়েন্ট পর্যন্ত ভাটায় পানি কমে যাওয়ায় শুক্রবার রাত ৮টা থেকে রো রো ফেরি শিমুলিয়া ঘাট এলাকায় ভিড়তে না পারায় এবং নাব্যতা সংকটের কারণে ৪টি রো রো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয় এজন্য অন্য সকল ফেরি দিয়ে যাএী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ডাম্প ওকে টাইপ ফেরি চলাচল করছে।

তারা আরো জানান, নদীতে অনেক জায়গায় ডুবো চরের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া নাব্যতার একটা ব্যাপার তো আছে। তাই রো রো ফেরি ছাড়া ফ্ল্যাট, মাঝারি ও ছোট ফেরি চলাচল করছে। দু’পাড়ে আটকা পড়েছে দীর্ঘ ছোট-বড় ২শতাধিক গাড়ির লাইন।

এদিকে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে রো রো ফেরি ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা, শাহ পরান, কেরামত আলী ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এই চারটি ফেরি বন্ধ রাখা হয়েছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।