সখীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৪ আগস্ট ২০১৮

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। শুক্র ও শনিবার উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া ও নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসব এলাকায় এখন পাগলা কুকুর আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া এলাকার পাগলা কুকুরের কামড়ে আবদুস ছবুর মিয়া (৩০), রবিন মিয়া (২৩), জাফর আহমেদ (২৫), আয়শা আক্তার (১১), মোশারফ হোসেনসহ (২৮) সাতজন আহত হয়। পরে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে, শনিবার সকালে পাগলা কুকুরের কামড়ে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কাকলী আক্তার (১০), আহসান মিয়া (১৭), নাছির উদ্দিন (১২) ও নলুয়া মাদরাসার হুজুর জোনায়েদ আহমেদসহ (৪০) ১৮ জন আহত হয়। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।