জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৩ আগস্ট ২০১৮
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরের খুলশী থানার মুরগির ফার্ম এলাকা থেকে গোপন বৈঠক করার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ-অভিযান) আমেনা বেগম।

তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপন বৈঠক করার সময় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী এবং তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শাহজাহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আটক পাঁচজনের পরিচয় যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতাসহ ৪৬টি মামলা রয়েছে।

আবু আজাদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।