ভাঙনের কবলে স্বরসতি খালের দু’পাড়


প্রকাশিত: ০৪:২৫ এএম, ০৮ আগস্ট ২০১৫

টানা বৃষ্টিতে ভাঙনের কবলে পড়েছে মেহেরপুরের মুজিবনগরের স্বরসতি খালের দু’পাড়। এতে হুমকির মুখে পড়েছে খালের দু’পাশের গাছপালা, স্কুল, মাদরাসা, রাস্তাঘাটসহ শতাধিক ঘরবাড়ি।

এলাকাবাসী বলছেন, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে স্বরসতির গর্ভে হারিয়ে যেতে পারে রাস্তাঘাট, ঘরবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এছাড়া অবিরাম বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক হেক্টর জমির আউশ ধানসহ সবজি ক্ষেত। জমিতে পানি জমে থাকার ফলে আমন আবাদও বাধাগ্রস্ত হবে।



মেহেরপুরের মুজিবনগর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে স্বরসতি খাল। কেদারগঞ্জ বাজার থেকে নাজিরাকোনা ও মানিকনগর গ্রামে যাওয়ার একমাত্র সড়কটি এ খালের পাড় দিয়ে চলে গেছে। কিন্তু বেশ কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ভাঙনের কবলে পড়েছে রাস্তাটি। গাছপালা ভেঙে পড়ছে খালের ভিতর। খালের পাশ দিয়ে গড়ে উঠেছে একটি মসজিদ, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক বসতবাড়ি। ভাঙনের ফলে সেগুলোও পড়েছে হুমকির মুখে।
    
মেহেরপুর মুজিবনগর থানার কৃষকরা জানান, অব্যাহত বৃষ্টির কারণে মেহেরপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জমিতে আমন চাষ বাধাগ্রস্ত হচ্ছে। তলিয়ে গেছে জেলার দেড় শতাধিক হেক্টর জমির আউশ ধান। তাই কৃষকেরা তাদের খাবার নিয়েও চিন্তিত। ক্ষতির মুখে পড়েছে সবজি চাষিরাও। মরিচ, পটল, বেগুন, লাউ, শসাসহ বিভিন্ন সবজি তলিয়ে গেছে পানির নিচে।



মেহেরপুর মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাফখারুল ইসলাম জানান, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে নিচু এলাকার জমির ফসল নষ্ট হয়ে যাবে। তবে দ্রুত পানি নেমে গেলে ফসলের ক্ষেতে ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিলেছেন কৃষি কর্মকর্তা।

মেহেরপুর মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মন্ডল জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।