‘উই ওয়ান্ট জাস্টিস’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০২ আগস্ট ২০১৮

রাজধানী ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও ছড়িয়ে পড়েছে। ‘আমার ভাই মরল কেন জবাব চাই’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ বিভিন্ন স্লোগান সম্ভলিত প্লেকার্ড হাতে ঝুমবৃষ্টি উপেক্ষা করে সিলেটের রাজপথে নেমে বিক্ষোভ করেছে হাজারো শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা দিকে নগরের চৌহাট্টা পয়েন্ট ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিসহ ৯ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ করছে তারা। এ সময় শিক্ষার্থীরা সিলেট নগরের ব্যস্ততম চৌহাট্টা সড়কের চারটি রাস্তাই অবরোধ করে রাখে। তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেয়া হচ্ছে না।

Syhlet-Student

এর আগে সকাল থেকে নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় মিছিল নিয়ে চৌহাট্টায় জড়ো হতে থাকে।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হয। এরপর রাস্তা অবরোধ করে আন্দোলনে নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা নয় দফা দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ছামির মাহমুদ/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।