বেপরোয়া চালক, উল্টে গেলো ট্রাক
নিরাপদ সড়কের দাবিতে উত্তাল সারাদেশ। ট্রাফিক পুলিশের কাজ হাতে তুলে নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ, যানবাহনের কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করছে শিক্ষার্থীরা। দেশ যখন উত্তাল তখনও বেপরোয়া বাস-ট্রাকের চালকরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারে চার বছরের শিশু বুশরা আক্তারকে পিষে দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। তবে চালক বা হেলপার কাউকে আটক করতে পারেনি তারা।
অপরদিকে দুপুরের দিকে কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকায় বেপরোয়া গতির একটি কয়লাবাহী ট্রাক রাস্তায় উল্টে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, যশোর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো কয়লাবাহী ট্রাকটি। বেপরোয়া গতির ট্রাকটি রোকেয়া বিদ্যালয়ের সামনে এসে উল্টে পড়ে।
সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি শেখ তামিম আহম্মেদ সোহাগ জাগো নিউজকে বলেন, সারাদেশই উত্তাল নিরাপদ সড়কের দাবিতে। তবুও বাস-ট্রাকের চালকরা বেপরোয়া। এদের নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জাগো নিউজকে বলেন, ট্রাক উল্টে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি। বিষয়টি মাত্র জেনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর