আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৭ আগস্ট ২০১৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত গৌরনদী ছাত্রলীগের কথিত ক্যাডার রাসেল ব্যাপারীর (৩২) মৃত্যু হয়েছে। নিহত রাসেল গৌরনদীর দক্ষিণ পালরদী এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বেপারীর ছেলে।

শুক্রবার রাত ৮ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. মাহববু মোর্শেদ।

বিকেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন গৌরনদী ছাত্রলীগের অপর ক্যাডার রিংকু ওরফে রিন্টু সরদারকে (৩১) মুমূর্ষু অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত রিংকু দক্ষিণ শিহিপাশা এলাকার মান্নান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল ও আহত রিংকু গৌরনদীর পৌর মেয়র হারিছুর রহমান হারিছের অনুসারী।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গৌরনদীর শাওড়া এলাকায় `সেন্ট পিটার ফিলিং স্টেশনে` হামলা চালিয়ে কর্মচারী খলিলুর রহমানকে মারধর করে ছাত্রলীগের কথিত ক্যাডাররা। এ সময় সেখান থেকে নগদ ১৯ হাজার টাকা এবং একটি মোবাইল ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় সকালে ফিলিং স্টেশনের ম্যানেজার আকতার হোসেন বাদী হয়ে ছাত্রলীগের ১১ ক্যাডারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলার ২ নম্বর আসামি রাসেল ব্যাপারী এবং তার সহযোগি রিংকু পুলিশের গ্রেফতার এড়াতে বিকেলে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামে যায়।

এ সময় ওই গ্রামের বাসিন্দা ফিলিং স্টেশনের কর্মচারী খলিলের ভাগ্নে আগৈলঝাড়ার ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির এবং তার সহকর্মী ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত রাসেলসহ অন্যান্যদের চিনে ফেলে এবং তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় স্থানীয়দের নিয়ে তারা রাসেল ও রিংকুকে বেদম পিটিয়ে-কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।ভ

এদিকে, আগৈলঝাড়ার শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত জানান, কালোবাজারে গম বিক্রিতে বাঁধা দেয়ায় আগৈলঝাড়ার ছয়গ্রাম বন্দরের ব্যবসায়ী কালাম মৃধা তাকে (সাগর) হত্যা করার জন্য দুই লাখ টাকায় সন্ত্রাসী রাসেল ও রিংকুকে ভাড়া করেন।

বিকেলে দক্ষিণ শিহিপাশা গ্রামে শিরুর দোকান সংলগ্ন এলাকায় তাকে দেখে ভাড়াটে সন্ত্রাসী রাসেল ও রিংকু অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা সন্ত্রাসী রিংকু ও রাসেলকে ধরে গণপিটুনি দিয়ে রাস্তার পাশে ফেলে রাখে বলে দাবি করেন তিনি।

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. মাহববু মোর্শেদ জানান, চিকিৎসাধীন রিংকুর অবস্থাও আশঙ্কাজনক।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, পূর্ব বিরোধের জের ধরে বিকেলে দুই জনকে পিটিয়ে-কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।