বেইলি ব্রিজ ভেঙে বান্দরবানে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০১ আগস্ট ২০১৮
ফাইল ছবি

বান্দরবানের ওয়াইজংশন এলাকার একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে ওই সড়কে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে ভারি বর্ষণে স্রোতের তোড়ে ১১ মাইল নামক স্থানের বেইলি ব্রিজের উভয় পাশে মাটি সরে গেলে ব্রিজটি ভেঙে যায়। এ ঘটনায় সকাল থেকে রুমা ও থানচি সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বান্দরবান রুমা সড়কে চলাচলকারী বাসের লাইনম্যান অনু চৌধুরী বলেন, বেইলি সেতু ভেঙে যাওয়ায় বাসগুলো সরাসরি দুই উপজেলায় যেতে পারছে না। তাই হেঁটে সেতুর ওই পারে গিয়ে অন্য বাসে উঠে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহম্মদ জানান, বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে ওই সড়কের বেইলি ব্রিজগুলো সেনাবাহিনীর ২০ ইসিবির তত্ত্বাবধানে আছে। সেতু ভেঙে যাওয়ার বিষয়টি আমরা সেনাবাহিনী প্রকৌশল শাখাকে জানাচ্ছি।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।