‘ব্যাংকের টাকা লুট হচ্ছে, সোনা হচ্ছে তামা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০১ আগস্ট ২০১৮

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে দুর্নীতি চলছে। ব্যাংকের টাকা লুট হচ্ছে। সোনা হচ্ছে তামা। কয়লার খনি চুরির খনিতে পরিণত হয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে নেই। এভাবে দেশ চলতে পারে না। দেশের শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।

বুধবার দুপুরে শহরের গোডাউন সড়ক এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। এ সংসদ ভেঙে দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। অনির্বাচিত-দখলদারিত্বের সংসদ বিএনপি কখনও মেনে নেয়নি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফখরুল আলম নাহিদ ও পৌর যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন প্রমুখ।

কাজল কায়েস/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।