নগরবাসীকে বিজয় উৎসর্গ করলেন লিটন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১০:০৯ পিএম, ৩০ জুলাই ২০১৮

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ বাস ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এ বিজয় নগরবাসীকে উৎসর্গ করেন তিনি।

বেসরকারি ফলাফলে জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মোট ১৩৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে এক লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

তবে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।