সীতাকুন্ডে গোল্ডেন ইস্পাত লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন


প্রকাশিত: ১১:৫০ এএম, ০৭ আগস্ট ২০১৫

সীতাকুন্ডের কুমিরার রহমত পুরে গোল্ডেন ইস্পাত লিমিটেড’র (জিআইএল) অটো রি রোলিং মিলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার জুমার পর সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজুর আলম অটো রি রোলিং মিলটির স্থাপনা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কোম্পানির সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

বছরে দেড় লাখ টন এক্সট্রিম (৭৫) লোহা উৎপাদন করবে এ মিলটি। এছাড়া মিলটি চালু হলে প্রায় তিন শতাধিক শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানান কোম্পানির জেনারেল ম্যানেজার নিপুর চৌধুরী।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে কোম্পানির পরিচালক মো. নিজামুল আলম, মো. সারোয়ার আলম, মো. ফারুক আজম, মো. সাইফুল আলম, মো. শাহিদুল আলম, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপ্যাল বাদশা আলম, প্রফেসর সত্যজিৎ বড়ূয়া, মো. ওয়াসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।