‘এটা কারচুপি নয়, ভোট ডাকাতি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ৩০ জুলাই ২০১৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী একে আজাদ ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী একে আজাদ বলেন, একটি কেন্দ্র নেই যেই কেন্দ্রটি দখল হয়নি। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সকল কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারছে। এটা কারচুপি নয়, এটা ভোট ডাকাতি। তাই এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী একে আজাদ।

সংবাদ সম্মেলন শেষে ভোট ডাকাতির অভিযোগ এনে নগরীতে বিক্ষোভ মিছিল করে কমিউনিস্ট পার্টিওর নেতাকর্মীরা।

সাইফ আমীন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।