চট্টগ্রামে মাদরাসা থেকে ১৮ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ৩০ জুলাই ২০১৮

নাশকতার পরিকল্পনা করতে ‘গোপন বৈঠক’ চলছে এমন খবরে চট্টগ্রাম নগরের চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদরাসায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জামায়াত বা শিবিরের কাউকে পাওয়া না গেলেও আটক করা হয়েছে হোস্টেলের ১৮ শিক্ষার্থীকে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) রোববার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে এ অভিযান চালায়।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন জাগো নিউজকে বলেন, ‘নাশকতার পরিকল্পনা করতে দারুল উলুম আলিয়া মাদরাসায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের অধিকাংশই দারুল উলুম আলিয়া মাদরাসার শিক্ষার্থী।’

এ সময় তিনি আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।

আবু আজাদ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।