রাসিকের ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্র ও ভোটার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:১৯ এএম, ৩০ জুলাই ২০১৮

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ সকাল ৮টা থেকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাসিকের পঞ্চম নির্বাচন এটি। এ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে লড়ছেন ২১৭ জন প্রার্থী। এদের মধ্যে মেয়র পদে রয়েছেন ৫ জন, সাধারণ ৩০টি ওয়ার্ডের বিপরীতে কাউন্সিলর পদে লড়ছেন ১৫০ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৫২ নারী।

এবার নগরীর ৩০টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩৮টি। এসব ভোটকেন্দ্রে বুথ (ভোটকক্ষ) রয়েছে ১ হাজার ২০টি। এসব বুথে সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ। পাঠকদের সুবিধার্থে রাজশাহী নগরীর ওয়ার্ডভিত্তিক ভোটকেন্দ্রের তালিকা ও কেন্দ্র ভিত্তিক ভোটারের বর্ণনা দেয়া হলো:

১ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯৬ জন। ভোটকেন্দ্র রয়েছে পাঁচটি। এগুলো হলো- (১) কাশিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াডাঙ্গা। (২) রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩) গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পাড়া। (৪) গোলজারবাগ উচ্চ বিদ্যালয়, গুড়িপাড়া। (৫) ইউসেপ মোমেনা বখশ স্কুল, হড়গ্রাম।

২ নম্বর ওয়ার্ড : মোট ভোটার ১০ হাজার ৫৮৪ জন। এ ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ছয়টি। (১) মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাপাড়া। (২) ঠাকুরমারা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হড়গ্রাম কলোনি। (৩) বালাজাননেসা বালিকা উচ্চ বিদ্যালয়, (পশ্চিম অংশ) হড়গ্রাম। (৪) বালাজাননেসা বালিকা উচ্চ বিদ্যালয়, (উত্তর অংশ) হড়গ্রাম। (৫) রাজশাহী কোর্ট কলেজ, হড়গ্রাম। (৬) নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরপাড়া।

৩ নম্বর ওয়ার্ড : ওয়ার্ডটির মোট ভোটার সংখ্যা প্রায় ১৪ হাজার ৮৯৩ জন। ভোটকেন্দ্র রয়েছে আটটি। (১) ডিবি আনোয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরমপুর। (২) মালাইকা ড্যাফোডিল স্কুল, বহরমপুর। (৩) ডিবি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরমপুর। (৪) ইনোসেন্ট চাইল্ড একাডেমি, বহরমপুর। (৫) রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, নতুন বিলসিমলা। (৬) বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন, নতুন বিলসিমলা। (৭) মীর আইউব আলী বিদ্যা নিকেতন, ডিঙ্গাডোবা। (৮) নিউ রেনেসাঁ একাডেমি, ডিঙ্গাডোবা।

৪ নম্বর ওয়ার্ড : এ ওয়ার্ডের মোট ভোটার ১০ হাজার ১৮৬ জন। মোট ভোটকেন্দ্র চারটি। এগুলো হলো- (১) পিটিআই রাজশাহী, কেশবপুর। (২) জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুলনপুর। (৩) কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর। (৪) বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুলনপুর।

৫ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৭২৫ জন। এ ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে চারটি। (১) রাজশাহী কোর্ট একাডেমি, রাজপাড়া। (২) রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী। (৩) মহিষবাথান সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় (আদর্শ উচ্চ বিদ্যালয়সহ)। (৪) মহিষবাথান দারুস সালাম আলিয়া মাদরাসা, মহিষবাথান।

৬ নম্বর ওয়ার্ড : এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ২৭৪ জন। ভোটকেন্দ্র রয়েছে পাঁচটি। এগুলো হলো- (১) লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন), (২) লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন)। (৩) ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, প্যারামেডিকেল, রাজশাহী। (৪) ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (২য় তলা)। (৫) উদয়ন ডেন্টাল কলেজ, শেরশাহ রোড, লক্ষ্মীপুর।

৭ নম্বর ওয়ার্ড : নগরীর এ ওয়ার্ডটিতে মোট ভোটারের সংখ্যা ৮ হাজার ৪৬৫ জন। এ ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা চারটি। (১) বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, কাজীহাটা। (২) রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, কাজীহাটা। (৩) রিভার ভিউ কালেকটর স্কুল, শ্রীরামপুর। (৪) রিভার ভিউ কালেকটর স্কুল, শ্রীরামপুর।

৮ নম্বর ওয়ার্ড : মোট ভোটারের সংখ্যা ৭ হাজার ৩০৯ জন। এ ওয়ার্ডের ভোটকেন্দ্র সাতটি। (১) লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর। (২) গভ. ল্যাবরেটরি হাইস্কুল, কাজীহাটা। (৩) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিপাইপাড়া।

৯ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৪০ জন। ভোটকেন্দ্র চারটি। এগুলো হলো- (১) হোসেনীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখপাড়া। (২) হোসেনীগঞ্জ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। (৩) দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাপাড়া। (৪) পাঠানপাড়া কামারুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠানপাড়া।

১০ নম্বর ওয়ার্ড : এ ওয়ার্ডের মোট ভোটার ৬ হাজার ৭১৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা চারটি। (১) রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় (দক্ষিণ অংশ), হেতেম খাঁ। (২) রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় (উত্তর অংশ)। (৩) মেডিকেল কলেজ ক্যাম্পাস হাইস্কুল, মেডিকেল ক্যাম্পাস। (৪) মেডিকেল ক্যাম্পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১১ নম্বর ওয়ার্ড : এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৭ হাজার ১৫৯ জন। ভোটকেন্দ্র রয়েছে তিনটি। এগুলো হলো- (১) রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজারহাতা। (২) কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদিরগঞ্জ। (৩) রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, হেতেম খাঁ।

১২ নম্বর ওয়ার্ড : মোট ভোটারের সংখ্যা ৭ হাজার ৩৪২ জন। মোট ভোটকেন্দ্র চারটি। (১) মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুদকিপাড়া। (২) মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, বড়কুঠি। (৩) সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, মিয়াপাড়া। (৪) সরকারি অন্ধ ও বধির বিদ্যালয়, ষষ্টিতলা।

১৩ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৪৩ জন। নারী ভোটার ৩ হাজার ২৯৩ জন। ভোটকেন্দ্র রয়েছে তিনটি। (১) শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, কাদিরগঞ্জ। (২) রাজশাহী সরকারি মহিলা কলেজ, কাদিরগঞ্জ। (৩) দড়িখরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িখরবোনা।

১৪ নম্বর ওয়ার্ড : এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১৬ জন। ভোটকেন্দ্র আছে ছয়টি। এগুলো হলো- (১) রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার স্টেডিয়াম (দক্ষিণ অংশ), তেরখাদিয়া। (২) রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার স্টেডিয়াম (উত্তর অংশ)। (৩) উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন), উপশহর। (৪) ) শিশু নিকেতন ও মাধ্যমিক উচ্চবিদ্যালয়, হাউজিং স্টেট, উপশহর। (৫) হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়, উপশহর। (৬) রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল, উপশহর।

১৫ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৮২ জন। মোট ভোটকেন্দ্র পাঁচটি। (১) তার যোগাযোগ প্রাথমিক বিদ্যালয়, টিঅ্যান্ডটি কলোনি। (২) শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজ, (নতুন ভবন) উপশহর। (৩) শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজ ( পুরাতন ভবন)। (৪) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট (৩য় তলা), সপুরা। (৫) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট (২য় তলা)।

১৬ নম্বর ওয়ার্ড : এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৪৯০ জন। ভোটকেন্দ্র পাঁচটি। এগুলো হলো- (১) আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় (দ্বিতীয় ও তৃতীয় তলা)। (২) আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন ও পুরাতন ভবন। (৩) আটকোষী উচ্চ বিদ্যালয়, মথুরডাঙ্গা। (৪) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় (দ্বিতীয় তলা), সেনানিবাস। (৫) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় (নিচ তলা), সেনানিবাস।

১৭ নম্বর ওয়ার্ড : মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ৬১৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ছয়টি। ভোটকেন্দ্রগুলো হলো- (১) শাহ মখদুম হাইস্কুল (পাকা ভবন), রাজশাহী টেক্সটাইল মিলস। (২) শাহ মখদুম হাইস্কুল (টিনশেড ভবন), রাজশাহী টেক্সটাইল মিলস। (৩) নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব ভবন), নওদাপাড়া। (৪) নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর ভবন)। (৫) হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, নওদাপাড়া। (৬) নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

১৮ নম্বর ওয়ার্ড : এ ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ২৩২ জন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ৫০১৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ৫৫৮৫ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ছয়টি। এগুলো হলো- (১) সপুরা অন্নদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব ভবন), সপুরা ম্যাচ ফ্যাক্টরি। (২) সপুরা অন্নদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় (দক্ষিণ ভবন)। (৩) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (৩য় তলা) সপুরা। (৪) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আইটি ভবন (২য় ও তৃতীয় তলা) সপুরা। (৫) ইউসেফ ছোট বনগ্রাম সিটি কর্পোরেশন স্কুল, প্রফেসরপাড়া। (৬) গোল্ডেন টাচ প্রি-ক্যাডেট স্কুল, আসাম কলোনি।

১৯ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮১৩ জন। ভোটকেন্দ্র রয়েছে সাতটি। (১) আলী নেওয়াজের অটো গ্যারেজের মাঠ, শিরোইণ কলোনী। (২) শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরোইল কলোনি। (৩) শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়, (মূল ভবন), শিরোইল। (৪) ছোট বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট বনগ্রাম। (৫) ছোট বনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়, (দক্ষিন অংশ)। (৬) ছোট বনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়, (উত্তর অংশ)। (৭) শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়, (পশ্চিম অংশ) শিরোইল।

২০ নম্বর ওয়ার্ড : ভোটকেন্দ্র রয়েছে তিনটি। এখানে মোট ভোটার ৬ হাজার ১৪৬ জন। (১) কৃষ্ণকান্ত সরকারি প্রথমিক বিদ্যালয়, সুলতানাবাদ। (২) রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, (২য় তলা) রানীবাজার। (৩) রানীবাজার বালিয়া উচ্চ বিদ্যালয়, (নিচ তলা) রানীবাজার।

২১ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৭৮৬ জন। ভোটকেন্দ্র রয়েছে চারটি। (১) সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়, বল­বগঞ্জ। (২) সাবিত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বল­বগঞ্জ। (৩) শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, (নীচ তলা) শিরোইল। (৪) শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, (উত্তর-পশ্চিম ভবন) শিরইল।

২২ নম্বর ওয়ার্ড : মোট ভোটারের সংখ্যা ৬ হাজার ৬১২ জন। ভোটকেন্দ্র রয়েছে চারটি। (১) রাজশাহী বিবি হিন্দু একাডেমি, (পুরাতন ভবন) সাগরপাড়া। (২) রাজশাহী বিবি হিন্দু একাডেমি, (পশ্চিম ভবন) সাগরপাড়া। (৩) বরেন্দ্র কলেজ রাজশাহী, ঘোড়ামারা। (৪) রাজশাহী ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুল, রেশমপট্টি, ঘোড়ামারা।

২৩ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৮৯০ জন। ভোটকেন্দ্র রয়েছে তিনটি। (১) ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া। (২) আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহম্মদপুর (৩) শাহ মখদুম ডিগ্রি কলেজ, সেখেরচর।

২৪ নম্বর ওয়ার্ড : মোট ভোটর সংখ্যা ১৯ হাজার ৭৯১ জন। ভোটকেন্দ্র রয়েছে ৪টি। (১) জাতীয় তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর। (২) জাতীয় তরুণ সংঘ একাডেমি, রামরন্দ্রপুর। (৩) সাইজুদ্দিন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেদুর মোড়। (৪) অনন্যা শিশু শিক্ষালয়, রামচন্দ্রপুর।

২৫ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৮৮ জন। (১) খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীনগর। (২) তালাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালাইমারী। (৩) খাদেমুল ইসলাম বালিকা ও কলেজ, (দোতলা) রানীনগর। (৪) খাদেমুল ইসলাম বালিকা ও কলেজ, (নিচতলা) রানীনগর।

২৬ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯৩ জন। ভোটকেন্দ্র রয়েছে চারটি। (১) ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরচণ্ডী। (২) মেহেরচণ্ডী উচ্চ বিদ্যালয়, মেহেরচণ্ডী। (৩) নামোভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামোভদ্রা। (৪) মাদারবখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ, পদ্মা আবাসিক এলাকা।

২৭ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১৬০ জন। ভোটকেন্দ্র রয়েছে পাঁচটি। (১) বালিয়াপুকুর বিদ্যানিকেতন (নতুন ভবন), বালিয়াপুকুর। (২) বালিয়াপুকুর বিদ্যানিকেতন (পুরাতন ভবন)। (৩) রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় (দ্বিতীয় তলা), রানীনগর। (৪) রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়, (নিচতলা) রানীনগর। (৫) মুহাম্মদপুর টিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিকাপাড়া।

২৮ নম্বর ওয়ার্ড : মোট ভোটার সংখ্যা প্রায় ১৪ হাজার ৭০৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ছয়টি। (১) কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৩য় ও ৪র্থ তলা), কাজলা। (২) কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, (১ম ও ২য় তলা), কাজলা। (৩) তালাইমারী দারুল উলুম আলীম মাদরাসা, (পাকা ভবন দ্বিতীয় ও তৃতীয় তলা), তালাইমারী। (৪) তালাইমারী দারুল উলুম আলীম মাদরাসা (পাকা ভবন নিচতলা) তালাইমারী। (৫) ধরমপুর শমসের আলী মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরমপুর। (৬) সারেয়া খাতুন নিম্ন প্রাথমিক বালিকা বিদ্যালয়, ধরমপুর।

৯ নম্বর ওয়ার্ড : এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৪১ জন। ভোটকেন্দ্র রয়েছে তিনটি। এগুলো হলো- (১) ডাঁশমারী উচ্চ বিদ্যালয়, ডাঁশমারী। (২) ডাঁশমারী উচ্চ বিদ্যালয়, ডাঁশমারী। (৩) রাজশাহী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, ডাঁশমারী।

৩০ নম্বর ওয়ার্ড : নগরীর এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৬৬২ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ছয়টি। (১) বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধপাড়া। (২) শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, বুধপাড়া। (৩) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। (৪) বিসিএসআই আর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। (৫) ইসলামিয়া কলেজ, বিনোদপুর। (৬) মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।