বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৭ জেলে উদ্ধার


প্রকাশিত: ১০:২৮ এএম, ০৭ আগস্ট ২০১৫
ফাইল ছবি

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের মাঝের কেল্লা এলাকায় মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ১৭ জেলেকে উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড।  শুক্রবার সকালে তাদের সুন্দরবন বিভাগ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এএম রাহাতুজ্জামান বিএন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলার চর উপকূল থেকে ৪ কিলোমিটার গভীরে মাঝের কেল্লা এলাকায় উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ১৭ জেলেসহ ডুবে যায় এমভি মায়ের দোয়া-৩ নামের একটি মাছ ধরার ট্রলার।

তিনি আরো জানান, মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি স্টেশন দুবলার চরে এ খবর পৌঁছালে দ্রুত উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড সদস্যরা।  পরে স্টেশন কমান্ডার এম কামরুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বঙ্গাপসাগরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার ও নিমজ্জিত মাছ ধরার ট্রলারটিকে টেনে চরে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত ১৭ জেলেকে দুবলার চরে কোস্টগার্ড স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  এরপর শুক্রবার সকালে সুন্দরবন বিভাগের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।  উদ্ধারকৃতদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায় বলেও জানান তিনি।

শওকত আলী বাবু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।