সিরাজগঞ্জ মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ কাজ শুরু


প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৭ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ চারটি এলাকায় রোড ডিভাইডার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ শুক্রবার সকালে এ প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসাইন লিমিটেডের নির্বাহী পরিচালক জহুরুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ জাগো নিউজকে জানান, সম্প্রতি এ মহাসড়কে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। এ অবস্থায় ২১ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরেজমিনে পরিদর্শনকালে দুর্ঘটনারোধে আগামী কোরবানি ঈদের আগেই দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে রোড ডিভাইডার নির্মাণের প্রতিশ্রুতি দেন। সে লক্ষ্যেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা সয়দাবাদ, মূলিবাড়ি, কোনাবাড়ি ও নলকায় ১০ কোটি টাকা ব্যয়ে চারটি রোড ডিভাইডার নির্মাণ কাজ শুরু করা হলো।

বাদল ভৌমিক/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।