চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৯ জুলাই ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব। শনিবার রাত পৌন ১২টার দিকে উপজেলার ঘিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি জিহাদী বইও উদ্ধার করা হয়।

আটকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার রাঘবপুরের মৃত জাহের উদ্দীন মন্ডলের ছেলে মো. নজরুল ইসলাম ওরফে নজু মেকার (৫০), রাঘবপুর দক্ষিণ পাড়ার ফজলুর রহমানের ছেলে আবু বকর ওরফে বাক্কার (৩৮), ও রানীবাড়ি ত্রিমোহনি গ্রামের গোলাম রব্বানীর ছেলে সেলিম রেজা ওরফে হযরত আলী (২৭)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডেপুটি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার আবু খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার ঘিয়ন গ্রামে সাহাপুরগামী পাকা রাস্তার দক্ষিণপার্শ্বে কৃষিকাজে ব্যবহৃত একটি কুঁড়ে ঘরে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মোহা. আব্দুল্লাহ/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।