জায়গা দখল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে অচলবস্থা


প্রকাশিত: ০৯:১০ এএম, ০৭ আগস্ট ২০১৫

ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক অফিসের জায়গা দখলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে সব ধরনের পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকাল থেকে বন্দরের মালবাহী জাহাজ থেকে পণ্য উঠা-নামা বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে করে বন্দর থেকে ধান-চাল ও সার পরিবহন বন্ধ রয়েছে।

আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জাগো নিউজকে জানান, গত ১৫ বছর ধরে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন আশুগঞ্জ গোলচত্বরের একটি জায়গা আমরা ভোগ-দখল করে আসছি। কিন্তু গত ৪/৫ দিন আগে আশুগঞ্জ শ্রমিকলীগের নাম ভাঙিয়ে কয়েকজন লোক রাতের আঁধারে আমাদের জায়গার উপর সাইনবোর্ড লাগিয়ে দেন। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল প্রকার পণ্য লোড-আনলোড বন্ধ রেখেছেন শ্রমিকরা।

এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জাগো নিউজকে বলেন, আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকলীগের মধ্যে জায়গা দখলকে কেন্দ্র করে বন্দরে পণ্য উঠা-নামা বন্ধ রেখেছেন শ্রমিকরা। এই সমস্যা সমাধানে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।