ভারতে পাচারকালে শিশুসহ ১৮ জন উদ্ধার


প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৭ আগস্ট ২০১৫

ভারতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের সময় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নারী-শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে একটি ভাড়া করা ট্রাকে করে তাদের পাচারের উদ্দেশ্যে মোড়েলগঞ্জ থেকে সাতক্ষীরা যাবার পথে বাগেরহাট শহরের দড়াটানা টোলপ্লাজা থেকে পুলিশ তাদের উদ্ধার করে। এসময় পাচারকারী চক্রের মূলহোতা আব্বাস হাওলাদারকে (৩০) আটক করেছে পুলিশ।  তিনি মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে ।

এ বিষয়ে বাগেরহাটের সহকারী পুলিশ সুপার সার্কেল মো. জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শহরের দড়াটনা টোলপ্লাজা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।  এদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন শিশু ও ৬ নারী রয়েছেন।  তাদের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশের হাতে আটক মানবপাচারকারী চক্রের হোতা আব্বাস হাওলাদার স্বীকার করেছেন এর আগেও তিনি ৫/৬ বার ভারতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজনকে পাচার করেছেন।  এবারও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ওই ১৮ জনকে তিনি একত্রিত করেন।

ভারতে যাতায়াত খরচ বাবদ প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ারও কথা স্বীকার করেছেন আব্বাস।  উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে একটি পরিবার রয়েছে বলে পুলিশ জানায়।

শওকত আলী বাবু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।