রাজশাহীতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৮ জুলাই ২০১৮

রাজশাহী নগরীতে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্ট্রাইকিং ফোর্স হিসেবে শনিবার সকাল থেকে নগরীতে টহল শুরু করেছে ১৫ প্লাটুন বিজিবি।

এছাড়া শুক্রবার মধ্যরাত থেকেই নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে নগরীর নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাই রাসিক নির্বাচন। নিরাপত্তার এ ব্যবস্থা বলবৎ থাকবে ভোটের পরদিন পর্যন্ত।

এদিকে, শুক্রবার মধ্যরাত থেকেই নগরীর প্রধান প্রধান প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাচ্ছে পুলিশ। নগর পুলিশের সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি।

শনিবার সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই প্রধান সড়কগুলোতে যৌথ টহল দিচ্ছে পুলিশ ও র্যাব। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি।

রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার গণমাধ্যমকে বলেন, নগরীতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। আরও চার প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ভোটের নগরীতে বিশেষ নিরাপত্তা দেবে বিজিবি।

Rajsahi

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র (সদর) ইফতেখায়ের আলম জানান, ভোটের নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও মোতায়েন রয়েছে। দায়িত্বপালন করছেন অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

তিনি আরও বলেন, ভোটের আগে ও পরে তিন দিন পুরো নগরী নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। এরই অংশ হিসেবে নগরীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভোটকেন্দ্র ঘিরেও থাকছে তিন স্তরের নিরাপত্তা। আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। এ নিয়ে ভোটারদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ওই নগর পুলিশ কর্মকর্তা।

রাসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুই সাবেক মেয়রসহ ৫ প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৬০ এবং সংরক্ষিত নারী কাাউন্সিলর পদে রয়েছেন ৫২ জন প্রার্থী। আজ (শনিবার) মধ্যরাতেই শেষ হচ্ছে ভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

এখানকার মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে এক লাখ ৫৬ হাজার ৮৫ জন পুরুষ এবং এক লাখ ৬২ হাজার ৫৩ জন নারী। ১৩৮টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।