সিলেটে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৮ জুলাই ২০১৮
ফাইল ছবি

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার রাতে যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ মামলা করেন।

এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামিদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে নগরের চৌখিদেখি এলাকায় বদর উদ্দিন আহমদের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন কামরান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। তবে এ হামলায় কেউ হতাহত হননি।

ছামির মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।