কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, চাপাতিসহ আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৬ জুলাই ২০১৮

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরমারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে আধিপত্য নিয়ে মারিয়া রঙ্গারকোনা এলাকার তোফাজ্জল ও সুলতানপুর এলাকার এনামুল আহসানের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে এমামুলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রঙ্গারকোনা এলাকায় প্রতিপক্ষের ব্যবসা-প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

kishorgonj

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। এ সময় ৮টি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দুটি ছুরিসহ অন্যান্য দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ হাসপাতালে ছবি তুলতে গেলে আটককৃতদের সমর্থকরা যমুনা টিভির ক্যামেরাপার্সনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ফজলুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।