মানিকছড়িতে আ.লীগ প্রার্থী জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৫ জুলাই ২০১৮

পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ির ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জামাল উদ্দিনকে পরাজিত করে আওয়ামী লীগ প্রার্থী ক্যজয়রী মহাজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ প্রার্থী ক্যজয়রী মহাজন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. জামাল উদ্দীন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে মানিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও যোগ্যাছোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বিশ্বাস সুজন কুমার এ ফলাফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে মানিকছড়ির ৪টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সীমানা বিরোধ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে প্রচারণার শেষ মুহূর্তে ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। দীর্ঘদিন পর মামলা নিষ্পত্তি হওয়ায় গত ১০ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।