দিনে-দুপুরে মাইক্রোবাস থেকে ফেলা হলো লাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৫ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে দিনে-দুপুরে মরদেহ ফেলে গেলো দুর্বৃত্তরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক শ্যামস ফিলিং স্টেশনের পাশ থেকে আব্দুল মান্নান (৫২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী একটি মাইক্রোবাসযোগে কয়েকজন এসে মরদেহটি ফেলে চলে যায়। মরদেহের চোখ স্কসটেপ দ্বারা মোড়ানো এবং চোখে কালো রঙের সানগ্লাস পরানো ছিল।

বিজ্ঞাপন

এছাড়াও ওই মরদেহের পাশ থেকে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ব্যাগ তল্লাশি করে তার নাম আব্দুল মান্নান বলে জানা যায়। তিনি কুমিল্লা জেলার বড়ুড়া থানার কিশানপুর এলাকার সৈয়দ আলীর ছেলে বলেও জানান এসআই রফিকুল ইসলাম।

হোসেন চিশতী সিপলু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।