থাইল্যান্ডে সুইমিংপুলে ডুবে বাংলাদেশ ব্যাংকের এডি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৫ জুলাই ২০১৮

চাঁদপুরের সন্তান বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. রাশেদুল বাশার (৩৪) থাইল্যান্ডে পানিতে ডুবে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার দুপুরে সুইমিংপুলে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

রাশেদুল গত মে মাসে বাংলাদেশ ব্যাংকের স্কলারশিপ নিয়ে এক বছরের ট্রেনিংয়ে থাইল্যান্ড যান। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে তার মরদেহ পৌঁছাবে।

বিজ্ঞাপন

রাশেদুলের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের লালদিয়া তালুকদার বাড়িতে। তবে তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করছেন। তার বাবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার তালুকদার।

ইকরাম চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।