পুলিশে লজিস্টিক সাপোর্টের ঘাটতি রয়েছে : আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৩ জুলাই ২০১৮

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দেশে পুলিশের জন্য লজিস্টিক সাপোর্টের ঘাটতি রয়েছে। পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে ও লজিস্টিক সাপোর্টের ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে।

সোমবার দুপুরে বান্দরবান সদর থানার ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে তিনি বান্দরবান পুলিশ লাইন্স মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র ভবন, আলীকদম থানা ভবন, বাঁইশাড়ি পুলিশ ফাঁড়ি ভবন, লামা থানা ভবন এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন । ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি পুলিশ লাইন্স মাঠে বৃক্ষ রোপণ করেন ।

পরে আইজিপি বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন।

সৈকত দাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।