বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ডিবি কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৩ জুলাই ২০১৮

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদর দফতরের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তিনতলা ডিবি ভবনের দ্বিতীয় তলায় রাখা সার্ভার বক্স বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের সিএমপি কার্যালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

নগর গোয়েন্দা পুলিশের এডিসি অলক বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘ডিবি অফিসের দ্বিতীয় তলায় বোমা ডিসপোজাল ইউনিটের বরাদ্দে থাকা ৫ নম্বর কক্ষের বাইরে রাখা সার্ভার বক্স বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে পুলিশ সদস্যরা ভবন থেকে বেরিয়ে যান। পরে দেখা যায় দ্বিতীয় তলা থেকে ধোঁয়া উঠছে। আগুনে বোম ডিসপোজোল ইউনিটের কক্ষের কিছু পোশাক ও প্লাস্টিক জাতীয় পদার্থ ছিল যেগুলো পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আগুনের ব্যাপ্তি বেশি হলে মারাত্মক কিছু ঘটতে পারতো। ভবনের ওই তলায় গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার বন্দর, অতিরিক্ত উপ-কমিশনার উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর ও সহকারী কমিশনারদের অফিস, পরিদর্শকদের কক্ষ, অস্ত্রোগার ও হাজতখানা রয়েছে।’

এ দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে তেমন ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করেছে।’

আবু আজাদ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।