কসবায় ২টি মর্টারশেল ধ্বংস করেছে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২১ জুলাই ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা দুটি মর্টারশেল ধ্বংস করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ এলাকার একটি খোলা মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শেলগুলো ধ্বংস করে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, শুক্রবার বিকেলে উপজেলার মন্দাভাগ গ্রামের বাজারের পাশে একটি পুকুরে স্থানীয় জাকির মিয়া ও সুখন মিয়া মর্টারশেল দুটি দেখতে পান। পরে বিষয়টি তারা কসবা থানা পুলিশকে জানালে পুলিশ ওই দিন রাতেই মর্টারশেল দুটি উদ্ধার করে।

jagonews24

এরপর কুমিল্লা সেনানিবাসের আর্টিলারি ইউনিটের অধিনায়ককে বিষয়টি অবগত করলে শনিবার বিকেলে মেজর হোসনে আরারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মর্টারশেল দুটি ধ্বংস করে।

আজিজুল সঞ্চয়/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।