রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিশ্রুতির ফুলঝুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২১ জুলাই ২০১৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরাচ্ছেন ভোটারদের কাছে। বড় দু’দলের এ প্রচারণায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও।

বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার শনিবার সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ও ভীতি ছড়ানোর উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। গত কয়েক দিনে আমাদের নেতা কর্মীদের পুলিশ ধাওয়া করেছে এবং যুবদল ও জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে।

এদিকে বেলা ১১টার দিকে নগরীর কাশীপুর বাজারের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচরণা চালান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে যে অনিয়ম হয়েছে নির্বাচন কমিশন তা স্বীকার করে নিয়েছে। বরিশাল সিটি নির্বাচনে কোনো প্রকার ভোট কারচুপি হলে এখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদসহ নেতাকর্মীরা।

অপরদিকে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গণসংযোগকালে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় আছে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। আশা করি ৩০ জুলাই ভোটাররা সুন্দর পরিবেশে ভোট প্রদান করবেন।

সাইফ আমীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।