গৃহকর্মীকে অমানবিক নির্যাতন : দম্পতিকে গণধোলাই
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহি (৮) নামে এক গৃহকর্মীকে খুন্তির ছ্যাঁকা ও শরীরে গরম পানি ঢেলে নির্যাতন চালানোয় গৃহকর্তা ও তার স্ত্রীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার রাত ১২টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
এলাকাবাসী জানান, ফতুল্লার পূর্ব ইসদাইরের আতাউল্লাহর বাসায় গৃহকর্মী মাহি কাজ করতো। প্রায় সময় তাকে নির্যাতন করে আসছিলেন আতাউল্লাহ ও তার স্ত্রী উরমী আক্তার। শুক্রবার শিশুটির চিৎকার শুনে বাড়ির কাছে গিয়ে আশপাশের লোকজন আতাউল্লাহর কাছে জানতে চাইলে তারা স্বামী-স্ত্রী এলাকাবাসীর উপর ফুসে ওঠেন। এরপর থানায় খবর দিয়ে পুলিশ এনে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় নির্যাতনের দৃশ্য দেখে এলাকাবাসী দম্পতিকে গণধোলাই দেয়।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, কারণে অকারণে শিশুটির ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এলাকাবাসী সঠিক সময়ে থানায় না গেলে শিশুটিকে জীবিত উদ্ধার করা করা সম্ভব হতো না। পরে শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি জানান, শিশুটির বাবা-মাকে খবর দেয়া হয়েছে। তারা এলে শিশুটিকে উন্নত চিকিৎসা দেয়া হবে এবং নির্যাতনকারী দম্পতির বিরুদ্ধে মামলা করে শাস্তির ব্যবস্থা করা হবে।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস