‘একটি দল স্বাধীনতার ঘোষণা নিয়ে ভুল ধারণা ছড়াচ্ছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৯ জুলাই ২০১৮

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসাবে গড়ে উঠতে হলে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। একটি দল যারা স্বাধীনতার ঘোষণা সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছে। এটিকে কঠোরভাবে প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ট হামিদুর রহমান ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু পাঠ চক্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার মূল ঘোষণা দেন। তার নেতৃত্বেই বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। দেশ হয়েছিল স্বাধীন। তাই বলা যায় জিয়াউর রহমান নয়, বঙ্গবন্ধুর ঘোষণা ও নের্তৃতেই দেশ স্বাধীন হয়েছিল।

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষে মন্ত্রী বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতার ইতিহাস সম্বলিত কুইজ প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

আহমেদ নাসিম আনসারী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।