লৌহজংয়ে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিঘ্নিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৯ জুলাই ২০১৮

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া এলাকায় মালবাহী ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় তিন উপজেলার যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে লৌহজংগামী সিমেন্টবাহী একটি ট্রাক হলুদিয়া ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এ অবস্থায় শিমুলিয়া ঘাটের সঙ্গে লৌহজং, টংগিবাড়ী এবং সদর উপজেলার সরাসরি যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।

শ্রীনগর সড়ক ও জনপদের উপ- প্রকৌশলী মো. ছালাউদ্দীন জানান, ব্রিজটি অনেক পুরনো হওয়ায় এর ওপর দিয়ে পাঁচ টনের উর্ধ্বে গাড়ি চলাচলে নিষেধ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাকটি ব্রিজে উঠলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে লৌহজং, টংগিবাড়ী ও সদরের সঙ্গে শিমুলিয়া ঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিকল্প পথ দিয়ে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে অতিদ্রুত ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।