আগে জীবন পরে জীবিকা : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৬ আগস্ট ২০১৫

আগে জীবন তারপর জীবিকা। শুধুমাত্র তিন চাকার যান নয় ফিটনেসবিহীন যান ও অনভিজ্ঞ চালকদের কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফাজিলপুরে ওভারব্রিজ উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন চ্যালেঞ্জ। তবে অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইতোমধ্যেই ১৪৩ কিলোমিটার ফোর লেন প্রকল্পের কাজ শীঘ্রই শেষ হবে। মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটার রাস্তার মধ্যে ৩৩টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে।

ফুটওভার ব্রিজটি উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফোরলেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু শুসেন চন্দ্রশীল, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

জহিরুল হক মিলু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।