নাটোরে ৩ জেএমবি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৯ জুলাই ২০১৮

নাটোরে অভিযান চালিয়ে সাংগঠনিক বইসহ ৩ জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের একটি আম বাগানের প্রহরীর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন- জেএমবির সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও জহির উদ্দিন। আটকদের বাড়ি নাটোরের বিভিন্ন উপজেলায় বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলি মোস্তফা এক প্রেস ব্রিফিংয়ে জানায়, রাজশাহী কারাগারে আটক জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে এই তিন জেএমবি সদস্য অনুপ্রেরণা পায়। পরে নাটোর অঞ্চলে তারা সক্রিয় অবস্থান তৈরি করার চেষ্টা করছিল।

এ দিকে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪ জেএমবি সদস্যকে আটককের পর তাদের দেয়া তথ্য
অনুযায়ী র‌্যাব সদস্যরা বুধবার রাতে নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। পরে সেখানকার একটি আম বাগানের প্রহরীর কক্ষ থেকে জেএমবির সক্রিয় সদস্য জাহিদুল, আমজাদ ও জহিরকে আটক করা হয়।

রেজাউল করিম রেজা/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।