দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৮ জুলাই ২০১৮

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের বিএনপি দলীয় চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করেছে সিআইডি। ঢাকার আশুলিয়া থানায় দায়েরকৃত প্রতারণা ও জাল-জালিয়াতি অভিযোগে একটি মামলায় বুধবার তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে সিআইডির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মো. আবদুল হাকিম আশুলিয়া থানাধীন মৌজার পূর্ব নরসিংহপুরের সিএস ও এসএ ৯২ দাগ আরএস ২৭২ দাগ সিটি জরিপে ৯১৫ ও ৯১৯ দাগে ১৩৭.৫০ শতাংশ জমির প্রকৃত মালিক এবং ওই জমির মূল্য প্রায় ১১ কোটি টাকা। গত ২৮ এপ্রিল আশুলিয়া এসিল্যান্ড অফিস হতে পাঠানো একটি নোটিশ হাতে পান আবদুল হাকিম। ওই নোটিশের মাধ্যমে তিনি জানতে পারেন, ওই জমির নামজারি ও জমা খারিজের জন্য এক ব্যক্তি এসিল্যান্ড অফিসে আবেদন করেছেন। পরে তিনি এসিল্যান্ড অফিসে যোগাযোগ করলে তাকে জানানো হয় রুহুল আমিন নামের এক ব্যক্তি ৪টি দলিল দাখিল করে উক্ত জমির মালিকানা দাবি করেছেন। বিষয়টি জানার পর আবদুল হাকিম গত ২৫ মে রুহুল আমিনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সিআইডির অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস ক্রাইম স্কোয়াড শাখার একটি টিম বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএমের নেতৃত্বে বুধবার রুহুল আমিনকে গ্রেফতার করে।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জানান, বিএনপির মনোনয়নে গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হলেও নির্বাচনের পর সে ইউটার্ন করায় বর্তমানে দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়া দলে তার কোনো পদ-পদবীও নেই।

মো. কামাল উদ্দিন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।