কুয়াকাটা সৈকত ভাঙন রোধে ব্যবস্থার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৮ জুলাই ২০১৮

পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়নে দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  বুধবার সকাল ১০টার দিকে সৈকত পাড়ে কুয়াকাটাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্যকালে কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পর্যটনকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়ন হচ্ছে। দ্রুত সৈকতের অব্যাহত ভাঙন রোধ করতে না পারলে দক্ষিণাঞ্চলের পর্যটন ব্যবসার মুখ থুবড়ে পড়বে। এ সময় প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়ন কল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে এলাকাবাসী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী,পর্যটন খাতে বিনিয়োগকারীসহ পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করেন। 

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ /জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।