‘গার্মেন্ট শ্রমিকদের বর্তমান বেতন গ্রহণযোগ্য নয়’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৮ জুলাই ২০১৮

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৩ সালে গার্মেন্ট শ্রমিকদের জন্য বর্তমানে যে বেতন কাঠামো ৫ হাজার টাকা রয়েছে সেটি কোনোভাবেই সঠিক নয় এবং গ্রহণযোগ্য নয়।

বুধবার সকালে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের বিভিন্ন সংগঠনের ডাকা আন্দোলন প্রসঙ্গে বলেন, সরকার মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে বসে আলোচনা করে একটি বেতন কাঠামো নির্ধারণ করবে বলেও তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জিএমএ গফুর প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।