রাকিব হত্যা : ৩ দিনের রিমান্ডে বিউটি


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৬ আগস্ট ২০১৫

খুলনায় পৈশাচিক নির্যাতনে নিহত শিশু শ্রমিক মো. রাকিব হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক ওমর শরীফের মা বিউটি বেগমের (৪৮) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এস.আই) কাজী মোস্তাক আহমেদ জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে আসামি বিউটি বেগমকে খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তা প্রহরায় মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে রিমান্ডে এনে রাকিব হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

রিমান্ড শুনানির সময় বাদী পক্ষের আদালতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা সংলগ্ন শরীফ মটরস নামক একটি মোটরসাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে কিশোর রাকিবের পায়ূ পথে কম্প্রেশার মেশিন দিয়ে পেটে হাওয়া দিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৩ আগস্ট নিহত রাকিবের বাবা নূরুল আলম বাদী হয়ে গ্যারেজ মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু খাঁনকে আসামি করে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তিন আসামিকেই পুলিশ গ্রেফতার করেছে।

তবে শরীফ ও মিন্টু গণপিটুণির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পুলিশ তাদের রিমান্ডের আবেদন করেনি। সুস্থ হলে তাদেরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।