নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৬ আগস্ট ২০১৫

রিতা রাণী পন্ডিতকে অ্যাসিড খাইয়ে হত্যার চেষ্টাকারীসহ সকল নারী ও শিশু নির্যাতন ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।বৃহস্পতিবার বেলা ১১ টায় নেত্রকোনার মুক্তারপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেহানা সিদ্দিকী, নারী নেত্রী তাহেজা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ এমরানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, নেত্রকোনার মেয়ে রিতা রাণী পন্ডিতের শ্বশুর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদির আদমপুরে। শ্বশুর বাড়ির লোকজন তাকে অ্যাসিড খাইয়ে হত্যার চেষ্টা করে। রিতা বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

কামাল হোসাইন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।