চাঁদপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৭ জুলাই ২০১৮

চাঁদপুরের কচুয়ায় স্ত্রী শাহীনুর বেগমকে হত্যার দায়ে স্বামী এরশাদ উল্ল্যাহকে (৩৮) মৃত্যুদণ্ড এবং অপর আসামি তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্ধদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন- এরাশদ উল্লাহর চাচা আবু তাহের মুন্সি।

মঙ্গলবার দুপুর ১.২০মিনিটে চাঁদপুরের জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ জুলফিকার আলী খান এ রায় দেন।

মামলার অভিযোগ, ২০১৫ সালের ২৬ জানুয়ারি কচুয়া উপজেলা ৯নং কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা গ্রামের এরশাদ উল্লাহ সঙ্গে শাহীনুর বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ৩২ দিন পর ২৮ ফেব্রয়ারি দুপুরে শ্বশুর বাড়িতে শাহীনুরকে হত্যা করা হয়। স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামী এরশাদ উল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য প্রদান করে। কখনো গলায় ফাঁস দিয়েছে কখনো বিষ খেয়েছে কখনো বা স্ট্রোক করেছে বলে জানান তিনি। তার কথায় সন্দেহ হলে শাহীনুরের বাবা মো. শহীদ উল্লাহ মিয়াজী বিষয়টি কচুয়া থানায় অবগত করে। পরে ১ মার্চ শহীদ উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ইকরাম চৌধুরী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।