বাঁশের মাথায় সাত ফুট অজগর!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৭ জুলাই ২০১৮

সিরাজগঞ্জের এনায়েতপুরে ৭ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার গোপিনাথপুর পূর্বপাড়ার আব্দুল করিমের বাঁশঝাঁড় থেকে স্থানীয় কবিরাজ আব্দুল মোন্নাফ সাপটি উদ্ধার করেন। বর্তমানে অজগরটি কবিরাজের বাড়িতেই রাখা হয়েছে।

কবিরাজ আব্দুল মোন্নাফ জানান, ঝাঁড়ের একটি বড় বাঁশের মাথায় পেঁচানো ছিল অজগরটি। এটি দেখে বাড়ির লোকজন ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে বাঁশের উপর থেকে অজগরটি উদ্ধার করা হয়। এ সময় অজগরটি তার পায়ে দু’বার ছোবল দিয়েছে।

পরিবেশ কর্মী মামুন বিশ্বাস জানান, অজগর সাপটি উদ্ধারের খবর জানার পরই রাজশাহী বন্যপ্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সরক্ষণ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মোন্নাফ কবিরাজের বাড়িতে রাখা অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।