নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক হত্যার মূলহোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৭ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার আফসানা হোসিয়ারি কারখানার শ্রমিক শাকিল মিয়াকে (১৪) হত্যার মূলহোতা সারোয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন নয়ামাটির আলম মার্কেটের এব্রয়ডারির মালিক নিরু ও তার কর্মচারী সারোয়ার।

সোমবার রাতে শহরের নয়ামাটি ও বন্দরের কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

নিহত শাকিল বন্দরের চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে। তিনি আলম মার্কেটের সুমনের মালিকানাধীন আফসানা হোসিয়ারির অপারেটর হিসেবে কাজ করতেন।

এর আগে সোমবার (১৬ জুলাই) সকালে নয়ামাটির আলম মার্কেটের আফসানা হোসিয়ারি কারখানা থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আফসানা হোসিয়ারি মালিক সুমন ও নৈশপ্রহরী আমিনউদ্দিনকে আটক করা হয়। ঘটনা তদন্তে হত্যাকাণ্ডে তারা সস্পৃক্ত না থাকায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবুল কালাম আজাদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়িক দ্বন্দ্বে পূর্ব পরিকল্পিতভাবে সুমনকে ঘায়েল করতে মূলত তার কর্মচারী শাকিলকে হত্যা করা হয়েছে।

নয়ামাটির আলম মার্কেটের এব্রয়ডারির মালিক নিরুর পরিকল্পনা মোতাবেক তারই কর্মচারী সারোয়ার শাকিলকে খুন করে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের কাছ থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

এরপরও হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এসআই আবুল কালাম আজা।

শাহাদাৎ হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।