আমাকে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছে শুভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৬ জুলাই ২০১৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১৬ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিতু বেগম (২৮) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার তরুণী ও অভিযুক্ত রিতুকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তরুণীকে উদ্ধার ও নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিতু বেগম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে।

উদ্ধার তরুণীর ভাষ্য, আমি জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিম পলবান্ধা গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে। অভাবের সংসারে সচ্ছলতা আনতে কয়েক বছর আগে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার হক বিস্কুট ফ্যাক্টরিতে কাজ নিই। গত শুক্রবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে ঢাকার ইয়ারপোর্ট রেলস্টেশনে অপেক্ষা করছিলাম। এ সময় শুভ (২৮) নামের এক যুবকের সঙ্গে আমার পরিচয় হয়। আমি অল্প বেতনে চাকরি করছি শুনে শুভ রাজবাড়ীতে তার এক আত্মীয়ের কাছে বেশি বেতনে চাকরি দেবে বলে নিয়ে আসে।

শনিবার আমাকে দৌলতদিয়া পতিতাপল্লীর রিতুর ঘরে রেখে চলে যায় শুভ। রোববার দুপুরে শুভ ফিরে এসে রিতুর সঙ্গে গোপনে কথাবার্তা বলে। এ সময় তাদের কথাবার্তা শুনে আমি তাদের অসৎ উদ্দেশ্য বুঝে ফেলি। অনেক টাকার বিনিময়ে আমাকে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছে শুভ। বিষয়টি টের পেয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যাই আমি। রোববার বিকেলে ওই এলাকায় দায়িত্বরত টহল পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ রিতুর বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মানব পাচার আইনে একটি মামলা করেছে। উদ্ধার তরুণী ও অভিযুক্ত রিতুকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক শুভকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।