গোপালগঞ্জে বাস খাদে পড়ে হেলপার নিহত


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৫ আগস্ট ২০১৫

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার তৈয়ব আলী ফরাজী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১০ জন আহত হন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর উপজেলার রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত তৈয়ব আলী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামের দেলোয়ার ফরাজীর ছেলে।

সিন্দিয়াঘাট নৌ-তদন্ত কেন্দ্রের আইসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ১১ জন আহত হন।

খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত তৈয়ব আলী ফরাজীর মৃত্যু হয়।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।