রাজশাহীতে ভোটকেন্দ্রে পাহারা বসাবে বিএনপি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের (রাসিক) প্রত্যেক ভোটকেন্দ্রে পাহারা বসাবে বিএনপি। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা কেন্দ্রে থাকবেন।
শনিবার দলীয় প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী প্রচারণায় নেমে এ কথা বলেন মিনু। দিনভর নগরীর ২৪ ও ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
মিনু অভিযোগ করেন, শান্তির শহরে সরকার দলীয় মেয়র প্রার্থীর সমর্থক ও সন্ত্রাসীরা অশান্ত পরিবেশ তৈরি করেছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনে দেয়া হয়েছে। কিন্তু সরকারের আজ্ঞাবহ এ কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশও তাদের নিরপেক্ষতা হারিয়েছে। নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করছে পুলিশ।
তিনি আরও বলেন, তারা নির্বাচন থেকে পিছু হটছেন না। কর্মীদের সঙ্গে নিয়ে সিনিয়র নেতারা ভোটের মাঠে আছেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত থাকবেন তারা। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান মিনু।
প্রচারণায় অংশ নিয়ে মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, বর্তমান সরকারের ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক কার্যক্রমে জনগণ অতিষ্ট। ভোটের মাধ্যমেই এর জবাব দিতে হবে জনগণকে।
সকল অপশক্তি রুখে দিয়ে বিজয় ছিনিয়ে আনতে চান সদ্য সাবেক এই মেয়র। গড়তে চান আধুনিক ও জনবান্ধব নগরী।
ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তাফা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ২৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলী, সাংগঠনিক সম্পাদক কাজদার আলী, সেন্টার কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব জার্জিস আলী প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম