চিকিৎসক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৪ জুলাই ২০১৮

বাসের ধাক্কায় গাজীপুরের তাইরুন্নেছা মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ওই কলেজের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

কলেজের চিকিৎসক, পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন তাইরুন্নেছা মেডিকেল কলেজ চিকিৎসক সাম্মীর শাকির প্রকাশ। এ সময় বিআরসিটির একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সাম্মীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর প্রতিবাদে এবং ঘাতক বাসের চালককে আটক, কলেজের সামনে ফুটওভারব্রীজ নির্মাণ ও নিহত ডাক্তারের পরিবারকে সরকারিভাবে সহয়তা প্রদানের দাবিতে শনিবার চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজের সামনে মানববন্ধ করেন। এক পর্যয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও কর্মচারীরা সকাল ৯টার দিকে কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের বুঝিয়ে আশ্বাস দিলে সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।